কাঁচা বাঁশের পাতা দিয়ে ক্যামেরা বানাতাম 
ছোটবেলায়। রবিবারে
 
মাকে বলি মা হাসো একটু
ক্লান্তির সুরে মুছে
মুখভর্তি হাসি, আমি বন্দি করতাম 
 
এক ক্লিকেই
 
এমন করে হেমন্ত মাঠে, প্রান্তরে
গাছ পাতার ছবি তুলতাম 
রিল ভরে ভরে… 
 
 
ছবি সৌজন্য: Pxfuel
 
Barnajit Barman Poet

বর্ণজিৎ বর্মনের জন্ম কোচবিহার জেলার গোসানিমারিতে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পি.এইচডি গবেষক। ছোটবেলা থেকেই কবিতা লেখার হাতেখড়ি। লিখছেন দেশ ও বিদেশের একাধিক পত্র-পত্রিকায়। লিখেছেন মুক্ত গদ্য, গল্প। অনেক গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *