ভিয়েতনামের কুয়াং-নাম (Quang Nam) প্রদেশের ঐতিহ্যবাহী প্রাচীন বন্দর শহর হোই অ্যান (Hoi An)। ভিয়েতনামের (Vietnam) জনপ্রিয় সৈকত শহর ডা-নাং (Da Nang)  থেকে দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। প্রতি মাসের পূর্ণিমায় এখানে সাড়ম্বরে পালিত হয় লণ্ঠন উৎসব (Lantern Festival)। এটি চিন-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির ঐতিহ্যবাহী একটি উৎসব। বুদ্ধের জন্ম ও বোধিসত্ত্ব লাভ, দুটোই পূর্ণিমায় হওয়ার কারণে লুনার (Lunar) ক্যালেন্ডার অনুযায়ী পূর্ণিমা খুবই পবিত্র দিন।

সুস্থতা ও শান্তিকে আহ্বান করে প্রতিটা বাড়ি সেজে ওঠে লণ্ঠনের আলোয়। রঙিন কাগজে তৈরি লণ্ঠনগুলোয় মোমবাতি জ্বেলে ‘থু বন’ (Thu bon) নদীতে ভাসানো হয়। অনেকটা বেনারস বা হরিদ্বারের গঙ্গায় প্রদীপ ভাসানোর মতো। এই উপলক্ষ্যে ‘ক্যাম ন্যাম’ (Cam Nam) ব্রিজের কাছে মেলা বসে। নদীর দুধারে খাবারের স্টল থেকে শুরু করে নানান দ্রব্যের সম্ভার সাজিয়ে বিক্রেতাদের হাঁকডাক চলে। দোকানপাট, রেস্তোরাঁ, নৈশবাজার নিয়ে জমজমাট পরিবেশ। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষরাও ভিড় জমায়। সন্ধ্যার দিকে স্থানীয় লোকসঙ্গীত অনুষ্ঠিত হয়।  

নৌকায় ভেসে আলোর এই উৎসব খুবই উপভোগ্য। পর্যটন মরশুমে রোজই প্রায় এই মেলা বসে।    

Shreyoshi Lahiri

দীর্ঘদিন ধরে ভ্রমণ সংক্রান্ত লেখালিখির সঙ্গে যুক্ত। ভ্রমণ, আনন্দবাজার ই-পেপার, ভ্রমী পত্রিকার নিয়মিত লেখক। এছাড়া যারা-যাযাবর, তথ্যকেন্দ্র, লেটস্‌-গো, আজকাল, প্রতিদিন, গণশক্তি প্রভৃতি পত্র-পত্রিকায় ভ্রমণকাহিনি প্রকাশিত। ট্র্যাভেল রাইটার্স ফোরাম ইন্ডিয়ার সদস্য। প্রধান শখ ও নেশা বেড়ানো আর ট্র্যাভেল ফটোগ্রাফি।

3 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *