পূর্ব কলকাতা সঞ্চারী র নিবেদন “ফাগুনের বিভা”

অংশগ্রহণে : শুচিস্মিতা বসু, মধুছন্দা চক্রবর্তী, দোলা রায়চৌধুরী, প্রণমা রায়, অরুণ লাহিড়ী মজুমদার, কবিতা মুখোপাধ্যায়, শান্তনু বসু, মৌসুমী চট্টোপাধ্যায়, শান্তনু মিত্র, সৌরভ মুখোপাধ্যায় ও গার্গী দত্ত

স্থান : মোহর-বীথিকা অঙ্গন, শান্তিনিকেতন

সার্বিক সহযোগীতায় : বাংলালাইভ ডট কম

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *