হারজিত

ঝরোখার জল মুঠো ভরে নাও দুহাতে
শবনমে কিছু উড়ন্ত চুল ভাসুক
পায়ের আঙুলে দাগ রেখে গেছে খোয়াপথ
অসহ্য সেই বিকেল এনেছে মাশুক
কিছু কথা থাক শপিংমলের সিঁড়িতে
কিছু ধোঁয়াশার আধখাওয়া বাতচিত

তোমার আঙুলে চেপে বসে গেছে আংটি
স্কোরবোর্ডে তবু ফয়স্-লা হয়নি হারজিত।


 

ব্যাকট্র্যাক

স্টেকের লড়াই কাঁটাচামচেই কী টুংটাং!
এবিকেল সেই মধ্যযামিনী অমানিশার
ছোট্ট টেবিলে বেসামাল এই দু-সাম্পান
সরিৎসাগরে বৈঠা চলেছে ছলাৎছল

শহর ভেসেছে বন্ধ চাকার হাহাকারে
ফুটপাত জুড়ে ছাপ ফেলে যায় পদধূলি
কাচের শার্সি ভিজে যায় তবু বৃষ্টিতে
পাতা নীরবতা কথা ফোটায়নি ফুলগুলি।
সময় থামেনি, পিছু হেঁটে গেছে ব্যাকট্র্যাকে
আমি শুধু ঘুম ভুলেছি রেট্রো নিশীথেই।

শচীনকত্তা, জেগে আছ আজও ? কারবাঁতে?

নন্দিনী সঞ্চারী পেশায় স্কুলশিক্ষিকা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পড়াশোনা। কবিতা লিখছেন কলেজে পড়ার সময় থেকে। বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইন ম্যাগাজিনে নিয়মিত কবিতা লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শুভাশিস চেয়েছি কখনও?’ (সপ্তর্ষি প্রকাশন)।

3 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *