হাওড়া জেলার শিবপুরবাসী সৌমেন পালের জন্ম ১৯৬৭ সালে। শিল্পমনস্ক সৌমেনের গভীর উৎসাহ সৃষ্টিশীলতার নানান বিষয়ে। তিনি পরম মমতায় সংগ্রহ করেন লুপ্তপ্রায় গ্রন্থ ও গ্রন্থের সঙ্গে সংশ্লিষ্ট কত রকমের অমূল্য সম্পদ। তাঁর চর্চার পরিধি মুদ্রণ ভাবনা থেকে শুরু করে অঙ্ক, জাদুবিদ্যা, কালীঘাটের পট, চলচ্চিত্রতত্ত্ব এবং ফটোগ্রাফি পর্যন্ত বিসতৃত। সত্যজিৎ রায়ের পোর্ট্রেট-স্কেচ দিয়ে তৈরী করেছেন প্রতিকৃতি নামে একটি বই। সুকুমার রায়ের আবোল তাবোল হযবরল বইয়ের প্রামাণিক সংস্করণের সহসম্পাদক হিসেবে সৌমেনের কৃতি স্মরণীয়। বাংলা বইয়ের শ্রেষ্ঠ প্রচ্ছদ রচনার জন্য ২০০৭ সালের সৃজন সম্মান এবং দিল্লির FIP থেকে ২০০৭ ও ২০০৮ সালের Award for Excellence in Book Production - সৌমেনের অনবদ্যতার জন্য দুটি উল্লেখযোগ্য স্বীকৃতি।