বলিউডে এখন নবাগতাদের রমরমা। তবে সকলের মধ্যে অবশ্যই নজর কেড়েছেন নতুন স্টুডেন্ট অনন্যা পাণ্ডে আর ‘ধড়ক’ খ্যাত ঈশান খট্টর। আর এবার এঁরাই জুটি বাঁধছেন ‘সুলতান’, ‘এক থা টাইগার’, ‘ভারত’-এর মতো সুপারহিট ছবির পরিচালক আব্বাস আলি জফরের নতুন ছবিতে। তবে আলি এই সিনেমার প্রযোজক, পরিচালনা করবেন মকবুল খান। শোনা যাচ্ছে  জি স্টুডিও সহ প্রযোজিত এই ছবিটি একটি অন্য রকম প্রেমের গল্প।

মুম্বইয় শহরকে কেন্দ্র করেই লেখা হয়েছে এই ছবির গল্প। অনন্যা আপাতত লকনউ-এ কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকরের সঙ্গে ‘পতি, পত্নী অউর ওহ’-র শুটিং-য়ে ব্যস্ত। কালি পিলি-র শুটিং শুরু হবে সামনের মাস থেকে। এই নতুন জুটি নিয়ে স্বভাবতই খুশি ছবির প্রযোজক। আলি জানালেন, “কালি পিলি-র জন্য কাস্টিং করতে আমাদের বেশি ভাবতে হয়নি। মকবুল, হিমানশু আর আমি প্রায় এক বছর ধরে চিত্রনাট্যের উপর কাজ করছিলাম। মোটামুটি খাড়া হতেই আমরা ঈশান আর অনন্যাকে চুক্তিবদ্ধ করি। আমরা খুবই খুশি যে জি স্টুডিও আমাদের এই ছবিটি সহ প্রযোজনা করছে।” ছবিটির প্রথম লুক ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ঈশান-অনন্যা দু’জনকেই দেখা যাচ্ছে একেবারে গ্ল্যামারস অবতারে। প্রেক্ষিতে কালো-হলুদ ট্যাক্সির উপস্থিতি বলে দিচ্ছে যে সিনেমার অন্যতম চরিত্র সে-ও। ঈশান সম্প্রতি মীরা নায়ার-এর ছবির জন্য নির্বাচিত হয়েছেন।

কালি পিলি-র গল্প মূলত এক রাতের। হঠাৎই একটি ছেলের ও একটি মেয়ের দেখা হয় আর সেখান থেকেই শুরু হয় তাঁদের রোলারকোস্টার জার্নি। সিনেমাটি মুক্তি পাবে ২০২০-র ১২ জুন। ঈশান আর অনন্যার জুটি দর্শকদের মন জয় করতে পারে কি না, সেটা সময়ই বলবে।   

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *