ধর্মাবতার, আমি কোনও পাপ করিনি
আমি শুধু সিন্দুক খুলে একটা বিপন্ন গোধূলি খুঁজেছি
বাকি সোনাদানা যা ছিল সব
কঙ্কাল হয়ে গেছে কবে!
আমি জানি শব ছুঁয়ে থাকা বহুকালের রীতি
বলা যায় না,
হয়তো মহাশয় বগলে ছাতা নিয়ে
হাঁটা শুরু করলেন উঠোনের দিকে।
আমি জানি যে কঙ্কালের গায়ে ছিল হলুদ জামা
গোধূলি তার করতলে মরা ইঁদুরের মতো শুয়েছিল।
একটা সোনার কুচিও আমি নিইনি
আমি তেমন চোরই নই
আজন্ম উদ্বাস্তু আমি
নক্ষত্র ফুটে ওঠার আগে আমি শুধু ভালোবাসা খুঁজেছি।
পেশায় সাংবাদিক হলেও হৃদয়ে চিরনবীন কবি। এখনও বসন্ত এলে পলাশ ফুলের দিকে তাকাতে, কচি ঘাসের গন্ধ শুঁকতে আর সুপর্ণার বিরহে পাশ ফিরতে ভালোবাসেন। ছবি লেখেন গদ্যে। আনন্দবাজার পত্রিকার “অন্য পুজো” কলাম লিখে সুপরিচিত। পরে সেটি গাংচিল থেকে বই আকারে প্রকাশিত হয়। সম্প্রতি ফেসবুক কলাম নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর বই নুনমরিচের জীবন।
অনবদ্য!