জন্মদিনের আগের সন্ধেয় অনেককিছুই করা যায়।
যেমন – প্রাচীন পাপ, একক মৃগয়া এবং আনকোরা প্রেম।

জন্ম, বলতে,  বার্থ ডে কেকের আইসিং নয়,
মনে পড়ে, হারিয়ে যাওয়া কমিকস, হাতচিঠি, সাইকেল
ও অতর্কিত চুমু।
জন্মদিনের আগে, মায়েরও এসব মনে পড়ে খুব
সেইসব মায়াময়, দুধগন্ধী নির্ঝরিণীর জল,
শেষ হয় না, কখনো।
এই প্রিলিউড, তাই খুব নির্জনে বাজে
এবং যে কোনও সময়ে অনেককিছুই ঘটে যেতে পারে
বুক ঠুকে, মাশাআল্লা বলে দেওয়া যায়
তুই, শালা, আমারই প্রেমিক!

ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি করে আদিতি কলেজে ও স্কুলে পড়িয়েছেন। এখন অবশ্য যুক্ত সাংবাদিকতার সঙ্গে। আদতে কবি হলেও গদ্য লেখেন প্রায়শই। প্রিয় কাজ বারান্দায় মোড়া পেতে বসে পড়াশোনা। শখ বেড়ানো। প্রকাশিত বই 'সাড়ে তিনটের উড়োজাহাজ', 'একশো সাতান্ন রকম মিথ্যে', 'অসতীপ্রবণতা' ইত্যাদি। পেয়েছেন মল্লিকা সেনগুপ্ত পুরষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *