রোহিত শেট্টি আর ফারহা খান একসঙ্গে সিনেমা বানাবেন ঘোষণা করার পর থেকেই নানারকম কথা শোনা যাচ্ছিল। যদিও তাঁরা মুখে কুলুপ এঁটেছেন, তবে বিশ্বস্ত সূত্রের খবর অমিতাভ বচ্চন অভিনীত ‘সত্তে পে সত্তা’-র রিমেক বানাবেন তাঁরা। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। অমিতাভ বচ্চন আর তাঁর ছ’ ভাইকে নিয়ে ছিল এই ছবির গল্প। নায়িকার ভূমিকায় ছিলেন হেমা মালিনী। এবার সেই ছবিটি নতুন প্রজন্মের জন্য নিয়ে আসবেন ফারহা ও রোহিত।

নায়কের চরিত্রে অভিনয় করার কথা হৃতিক রোশনের। যদিও উনি নিজে স্বীকার করেননি। কিন্তু শোনা যাচ্ছে যে উনি চুক্তি সই করে নিয়েছেন। এর আগেও অমিতাভের ‘অগ্নিপথ’ ছবিটির রিমেকে অভিনয় করেছিলেন উনি। ওঁর বিপরীতে অভিনয় করার কথা অনুষ্কা শর্মার। এই প্রথম হৃতিক আর অনুষ্কা জুটি বাঁধবেন। আপাতত হৃতিকের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন সলমান খানের ভগ্নিপতি ও ‘লাভযাত্রী’ ছবির হিরো আয়ুষ শর্মা। বাকি ভাইদের চরিত্রে কে কে অভিনয় করবেন এখনও জানা যায়নি। তবে এই ছবি নিয়ে সকলের উৎসাহ যে তুঙ্গে, তা নিয়ে সন্দেহ নেই।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *