বন্ধু, অনেক দূরের একটা চিলেকোঠায় এতদিন খোলসের ভিতরে গুটিয়ে বসে আমি চুপচাপ দেখছিলাম পৃথিবীটাকে, চোখ বুজে। দুপুর যে এখানে কী নীল এখনও! শাঁখের শব্দে সন্ধেবেলা আকাশের গায়ে কাঁটা দিয়ে তারা ফুটে ওঠে প্রতিদিন। ভাবছিলাম জলের বোতল দিয়ে ফুটবল খেলার কথা, লাস্ট কাউন্টার চেয়ে নেওয়ার কথা, প্রথম বার ভালোবাসবার কথা। পুড়ে যাওয়া ডানায় আবার বেয়াদপ পালক গজাচ্ছে এখন। পিঠে ঝাঁকুনি দিয়ে এইবার, জলের ফোঁটার মত, ছুরিগুলোকে ঝেড়ে ফেলতে হবে। উড়ে যেতে হবে আরেকবার। চলো।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।