সংগীতাচার্য অমিয়রঞ্জন আজ নিজেই এক প্রতিষ্ঠান, সংগীতচর্চা ও সংগীতচর্যার প্রতিভূ। সাধনায় ব্রতী এই প্রতীক পুরুষ সমগ্র জীবন অতিবাহিত করেছেন নিয়মঋদ্ধ অনুশীলনে ও গবেষণায়। সহস্রাধিক ছাত্রছাত্রীর সাংগীতিক ভবিষ্যৎ লালন করেছেন, এখনও করে চলছেন। একাধারে গুরু, লেখক, রসিক ব্যক্তিত্ব, ঐতিহ্যের ধারক ও বাহক, অন্যদিকে এক নিবেদিত সুরসাধক – ইনিই অমিয়রঞ্জন। বাংলালাইভ ডট কম-এর বিশেষ প্রতিবেদন এই প্রণম্য সংগীতসাধকের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন তাঁরই সুযোগ্য ছাত্রী সংগ্রামী লাহিড়ী। Vocalist Amiya Ranjan Banerjee interview.

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *