পারাপার

টানা রাস্তা শেষে প্রিয় মুদ্রিত বিকেলগুলি
পড়ে থাকে সন্দেহের গভীর অসুখে
হাঁসের সাঁতার দেখি, তরঙ্গবিহীন, একঘেয়ে
সবুজ সঙ্কেত পেয়ে সেইসব আলোছায়া ধীরে
দরজা পেরিয়ে জড়ো হয় শিথিল সম্পর্কে
কার কথা লিখে রাখা বৃষ্টিতে অবাধ খোলা চোখে
যেখানে ঘাসের গন্ধে ছিঁড়ে গিয়েছিল নতমুখ বিকল জীবন
তার পাশে খুলে রাখি হাতঘড়ি, পুরোনো খোলস 

ভাঙন

আমাকে ভালোবাসেনি এ শহর কতদিন
তবু নিষেধের ভাঙা তাঁবু ছেড়ে 
হাত রাখি ইহকাল, হারানো যৌবনে
মদের নেশার চেয়েও অনেক তীব্র বহুগামী সফলতা
পরিত্যক্ত কারখানার কবরে ফেলে আসা সাইরেন শোনে 
আপেল গাছের ছায়া একেক সময় 
বুড়ো মানুষের মতো সঙ্গ চায় প্রাচীন চুম্বনে

আজীবন উন্মাদনা, পরকীয়া মায়াজাল ঘেঁটে
ছেড়ে যাচ্ছি এ শহর, ভালোবাসা হেতু
এইসব বেপরোয়া অভ্যেস পেরিয়ে
আগামী মুখোশ খুঁজে নিয়ে
রেখে যাচ্ছি যাবতীয় ভ্রমময় সাবেকি ঠিকানা… 

ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমনস

পড়ানোটা জীবিকা হলেও আসল নেশা বই পড়া। প্রথম ভালোবাসা কবিতা। কবিতা লিখতেই বেশি স্বচ্ছন্দ। দু'টি ক্ষীণকায় বই তার সাক্ষ্য বহন করছে - প্রতিপক্ষ হেরে যাচ্ছে এবং টেগোর সাব অথবা ছিন্নপত্র। আড্ডা দেওয়াটাও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন। অলমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *