শুধু দূরত্বটুকু…

আজ কেন এত মেঘ বলতো?
কেন চিঠির পর চিঠির গন্ধ?
কেন মেঘের পিছু পিছু লুকানো জেট প্লেনের গতি
ধরা তো দাও না তবু!
তবু সময়, অসময়…নিজেকে নিংড়ে দাঁড় 
করিয়েছি বারবার
আয়নাও লজ্জা পায় আজকাল।
আজকাল যে ঘোরে কেটে যায় দুঃসহ দিন
সন্তান মোহ ছাড়া কেন আর কিছু নেই?
পথে পথে কত সোনার পরাগ
পাখিদের ঠোঁটে হয়ত কোন ফুল ছিল সেদিন!
আমার চোখ এড়ায় না কিছুই।
তোমার ক্লান্তি আর প্রশান্তির চেয়ে আজও যে 
নয় পরিপূর্ণ সময়…
তবুও তো আজ শুধু আমাদের কথা হওয়া ছিল
তবুও তো আজ ভরাডুবি বাকি ছিল
দেখতো কেমন একযুগ পার হয়ে গেল সুখী দম্পতির মতোই….
শুধু দূরত্বটুকু ওই নক্ষত্রের!

খোঁজ

রাস্তা হারাতে হারাতে একদিন না ফেরার অভ্যাস হয়ে যায়। নতুন পথ কি বিশ্বাসের সূর্য?
সে এক বাধ্য জীবন…
পাপ নেই, চারিদিকে চকচকে রূপোলি জল
অথচ প্রতিদিন আমরা ভাগাভাগি করেছি কত গোপন!
সেসব ফুল চাপা পড়ে
হলুদ আলো ঠিকরে আসে ঘুমের ভেতর।
দুপুরগুলো নিঃশ্বাসের গন্ধ চুরি করে।
আমার বাড়ি…
হাওয়ায় দুলে ওঠা শূন্য বারান্দা
কেন যে ফেরা হয়না তবু?
কোথায় আটকে থাকে পা…
যে শরীর শুধু খুঁজেছে কবরের প্রসন্নতা
সে তো ওই পাথরের বুক…
পথের ওপর বিছানো নুড়িগুলো চকচক করে বৃষ্টিতে।
আমি তাতে রক্ত খুঁজে পাই।
তুমি বলো, এ শুধু সাগরের বীজ, জন্ম দেবে আবার
নতুন কোনো শূন্যতার অভ্যাস!

ছবি সৌজন্য: Wikimedia Commons

সবর্ণা শূন্য দশকের কবি। জন্ম, বেড়ে ওঠা চন্দননগরে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর। গান, নাচ, ছবি আঁকার সঙ্গে সঙ্গে গড়ে ওঠে নিজস্ব ভাবনার জগৎ। পরবর্তীতে হঠাৎই কবিতাকে আঁকড়ে ধরা। গদ্য কবিতার পাশাপাশি ছন্দে লিখতেও ভালবাসেন। ২০১৮-তে সিগনেট প্রেস থেকে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ 'চারদেওয়ালি চুপকথারা'। ২০১৯-এ পেয়েছেন সোনাঝুরি সাহিত্যসম্মান। ২০২০-তে বইতরণী থেকে প্রকাশ পায় তাঁর 'সাদা হরফের হাঁসগুলি' ই-বুক। ২০২১ সালে পূর্বা থেকে প্রকাশিত হয় ' রোদসংসার ও তারামন্ডল'। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা ও প্রবন্ধ লেখেন। কিশোর সাহিত্যেও আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *