ঘুমটা ছেড়ে উঠেই গেলাম।
স্যাঁতস্যাঁতে দিন জ্বালাচ্ছে খুব, কিছুই মন টানছে না!
ভাল্লাগে না, ভাল্লাগে না, রোজনামচার কাজের চাপ,
তারচে বরং তুই এলে, বেশ, রোদের আয়েশ চায়ের কাপ;
কিম্বা ধর, তুই এলে পর, ঘুম ঘুম সুখ সাতসকালে,
বিরক্তি আর আরাম দুই–ই, ঠোটের আগুন কপাল ছুঁলে।
আমার চাওয়া?
আমার চাওয়া;
যখন তখন হাতাহাতি মেটার আগেই অনেকখানি আদর পেলে;
পাশ ফিরে শুস, কিম্বা উপুড়।
ছলছলে মন, বালিশ চাদর ভিজিয়ে ফেলে;
চোখের কোনে তোর যেটুকু জল,
ফোঁটায় ফোঁটায় কবিতা হয়, বল?
ড. রূপক বর্ধন রায় GE Healthcare-এ বিজ্ঞানী হিসেবে কর্মরত। ফ্রান্সের নিস শহরে থাকেন। তুরস্কের সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন। বৈজ্ঞানিক হিসেবে কর্মসূত্রে যাতায়াত বিশ্বের বিভিন্ন প্রান্তে। লেখালিখির স্বভাব বহুদিনের। মূলত লেখেন বিজ্ঞান, ইতিহাস, ঘোরাঘুরি নিয়েই। এ ছাড়াও গানবাজনা, নোটাফিলি, নিউমিসম্যাটিক্সের মত একাধিক বিষয়ে আগ্রহ অসীম।
khub sundor laglo…