ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলালাইভ ডট কম-এর বিশেষ ভিডিও প্রতিবেদন-
'স্বাধীনতা ৭৫ | ফিরে দেখা: স্মৃতিচারণে ১৫ই আগস্ট'।

এই ভিডিও তথ্যচিত্রে বাংলালাইভ ডট কম কথা বলেছে সেই সব মানুষের সঙ্গে, যাঁরা ১৯৪৭ সালের ১৪ই আগস্ট রাত ১২টার সময় পন্ডিত নেহেরুর সেই ভাষণ শুনেছিলেন কিংবা পরাধীন ভারতবর্ষের বহু রক্তক্ষয়, বিপ্লবীদের আত্মত্যাগ ও প্রাণ বলিদানের বদলে পাওয়া বহু প্রতীক্ষিত স্বাধীনতা প্রত্যক্ষ করেছিলেন ১৫ই আগস্ট সকালে।
STATUTORY DISCLAIMER : © we don't own the rights to some of the music / video clips used in this program. Few images used in this video have been taken from Internet Archive. Also this video is not produced for any commercial viewing and it is purely uploaded for academic purpose.
banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *