দুর্গাপুজো শেষ। এবার পালা কালীপুজোর। আর তার আগেই দরজায় ভূত চতুর্দশী। ঘোর অমাবস্যায়, কৃষ্ণপক্ষের ঘুটঘুটে রাতেই কিনা আদাড়ে বাদাড়ে, শহরের নির্জন গলি ঘুঁজিতে, পুরনো পরিত্যক্ত বাড়ির অশথগাছ বেয়ে তেনাদের আনাগোনা… এই তো সময় তেনাদের সক্রিয় হয়ে ওঠার! এমনকী সাগরপারেও এবার হ্যালোউইন উৎসবে চলবে ভূতপ্রেত দৈত্যদানোর খেলা!

এই সময়ে বাংলালাইভ তাই আয়োজন করেছে ভূতের গল্প প্রতিযোগিতার। ভূত সবরকম হতে পারে। আহা ভূত, বাহা ভূত, কিবা ভূত, কিম্ভূত… আরও হাজার ভূতের রকমফের নিয়ে চলে আসুন বাংলালাইভের ভৌতিক গল্পের প্রতিযোগিতায়।

গল্প পাঠানোর শেষ তারিখ — ৩১ অক্টোবর ২০২১

ইমেল ঠিকানা – editor@banglalive.com

 

প্রাপ্ত গল্পের মধ্যে আটটিকে চূড়ান্ত মনোনয়ন করা হবে। সেই আটটি গল্প প্রকাশিত হবে বাংলালাইভের পাতায়। এর মধ্যে সেরা তিনটি গল্পের জন্য থাকবে পুরস্কার। পছন্দমতো বই কেনার ভাউচার জেতার সুবর্ণ সুযোগ!! দেখে নিন লেখা পাঠানোর নিয়মাবলি:

১. গল্প অনধিক ১৫০০ শব্দে হতে হবে।
২. গুগল ডক বা মাইক্রোসফট ওয়র্ডে যে কোনও বাংলা ইউনিকোড ফন্টে লেখা পাঠান।
৩. কোনও ড্রাইভের লিংক গৃহীত হবে না। কেবলমাত্র অ্যাটাচমেন্ট হিসেবেই লেখা পাঠানো যাবে।
৪. গল্পের নাম, লেখকের পুরো নাম, যোগাযোগের নম্বর, পোস্টাল ঠিকানা, বৈধ ইমেল ঠিকানা, মুখের ছবি ও অনধিক ১০০ শব্দে সংক্ষিপ্ত পরিচিতি লেখার সঙ্গে বা আলাদা ফাইলে অ্যাটাচ করে পাঠাতে হবে। নচেৎ এন্ট্রি বাতিল হয়ে যাবে।
৫. ইমেলের সাবজেক্ট লাইনে লিখুন – BL BHUTER GOLPO PROTIJOGITA
৬. মনোনয়নের ক্ষেত্রে বাংলালাইভ সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৭. সেরা তিন পুরস্কারপ্রাপকের নাম এবং আটটি প্রকাশিত গল্পের লিংক বাংলালাইভের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।
৮. পুরস্কারের জন্য বাংলালাইভের তরফে ইমেলে যোগাযোগ করা হবে।
৯. কোনওরকম হোয়াটস্যাপ বার্তা বা ব্যক্তিগত ইমেল প্রতিযোগিতার ক্ষেত্রে বিবেচিত হবে না।
১০. রাজনৈতিক, সাম্প্রদায়িক বা কোনওরকম বিতর্কিত অথবা উস্কানিমূলক বিষয়ে পাঠানো লেখা বিবেচ্য হবে না।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *