আমাদের নিয়ে লেখা হবে কিছু গল্প
মৃত শহরের ঝলমলে কোনো সন্ধ্যায়
তারাটির মতো নির্জন এক প্রান্তে
নিজেদের খুব কাছ থেকে ফের দেখব
বিকেলের মতো ছায়া মেখে সব পদ্য
বাতাসের গান মুখে করে পাখি আসবে
আকাশের নীল ওড়নার মতো স্বপ্ন
আমাদের চোখ মুছে দিয়ে যাবে ক্লান্তির…
ঘুরে চলা এই গ্রহটির নাম পৃথিবী
ক্ষমতার বশে লোকজন বড় ধূর্ত
আমাদের প্রিয় নদীটির নাম যমুনা
রাস্তার মোড়ে নাম ধরে যদি ডাকতাম!
এলোমেলো সেই দিনটার কথা ভাবছি
পাগলের মতো এক পায়ে আমি দাঁড়িয়ে
বৃষ্টির জল টুপটাপ ঝরে পড়ছে
বাস থেকে তুমি রোদ্দুর হয়ে নামলে
আমাদের যতো রাতগুলি একসঙ্গে
গদ্যের শেষে আঁকা হবে সেই চিত্র
অবেলায় লেখা কবিতার প্রতি শব্দে
তোমাকেই শুধু মনে মনে আমি ডাকছি
বিকেলের মতো ছায়া মেখে সব পদ্য
আমাদের চোখ মুছে দিয়ে যাবে ক্লান্তির
রাস্তার মোড়ে নাম ধরে যদি ডাক দিই
আমাদের প্রিয় নদীটির পাশে দাঁড়াবে?
সৌভিক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক। কবিতা লেখার শুরু ২০১২ থেকে। প্রথম বই " অলীক ভ্রমণ চিঠি " প্রকাশ পায় সোঁতা প্রকাশন থেকে ২০১৬ সালে। দ্বিতীয় বই " দুমুঠো গল্পের মতো " প্রকাশিত হয় ২০১৯ সালে "জানলা" থেকে। জানলা পত্রিকা সম্পাদনা ২০১৫ থেকে এযাবৎ পর্যন্ত।