পুজোর পোশাকের সঙ্গে কিন্তু সমান গুরুত্বপূর্ণ হেয়ারস্টাইল ও।| যাঁদের লম্বা চুল বা পিঠ অবধি চুল তাঁরা নানা রকম হেয়ারস্টাইল করতে পারেন| কিন্তু যাঁদের চুল ছোট‚ তাঁরা ভেবেই পান না কী হেয়ারস্টাইল করবেন| অনেকের আবার ধারণা ছোট চুলে হেয়ারস্টাইল করা সম্ভব নয়| একদমই তা নয়| দেখে নেওয়া যাক ছোট চুলের জন্য কয়েকটা হেয়ারস্টাইল যা সহজে নিজেরাই করতে পারবেন|

তবে হেয়ারস্টাইল করার আগে কয়েকটা কথা মাথায় রাখতে হবে:
# স্নান করার পর তোয়ালে দিয়ে চুল ঘষে ঘষে না মুছে‚ মাথায় তোয়ালে জড়িয়ে রাখুন| বাড়িতে পুরনো সুতির জামা কাপড় থাকলে তাই দিয়ে মাথা মুছতে পারেন| |

#  চুলের জট ছাড়ানোর জন্য বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করুন |

# স্ক্যাল্পে কখনো কন্ডিশনার লাগাবেন না| স্ক্যাল্পে কন্ডিশনার চুল তেলেতেলে ও চিটচিটে হয়ে যাবে|

# বেশি টেনে চুল বাঁধবেন না|

# রোজ রোজ হেয়ার ড্রায়ার দিয়ে চুল না শোকানোই ভাল|

এবার আসা যাক ছোট চুলের হেয়ারস্টাইলে :

১) শর্ট কার্ল :যাঁদের ঘাড় অবধি চুল এই হেয়ার স্টাইল তাঁদের জন্য আদর্শ| কার্লিং আয়রন দিয়ে চুল কার্ল করে নিন| এতে একটা ওয়েভি ভাব আসবে| যদি পুরোটা কার্ল করতে না চান‚ তা হলে কিছুটা অংশ কার্ল করে ক্লিপ আটকে নিন|

২)  ব্যুঁফো হেয়ারস্টাইল : মাথায় সামনের অংশ থেকে চুল নিয়ে ব্যাক ব্রাশ করে নিন| এতে চুলের সামনের অংশ ফুলে উঠবে| পিছনে ক্লিপ দিয়ে আটকে দিন| ভ্যালিউম এক্সটেনশন ক্লিপ ও ব্যবহার করতে পারেন|

৩) সাইড ব্রেড : সাইডে সিঁথি করে চুল আঁচড়ান| এ বার যেদিকে সিঁথি করেছেন‚ তার উল্টো দিকে চুল দিয়ে একটা বিনুনি করে সেটা ক্লিপ দিয়ে আটকে দিন| চাইলে অনেকগুলো ছোট-ছোট বিনুনি করে সেগুলো একসঙ্গে ক্লিপ দিয়ে আটকে দিতে পারেন|

৪) মেসি টুইস্টেড বান: পিছনে তিনটে পনিটেল বাঁধুন| এবার সেই তিনটে পনিটেল ঘুরিয়ে একসঙ্গে বেঁধে নিন|

এছাড়াও আজকাল রং-বেরঙের হেডব্যান্ড‚ স্কার্ফ এবং ক্রিস্টেল লাগানো ক্লিপ পাওয়া যায় | পুজোর জামাকাপড়ের সঙ্গে ম্যাচ করে তা ও পরতে পারেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *