আজকাল রাতগুলো আমি জেগে থাকি, আর
একটা চৌকো ঘরের মধ্যে ঘোরে গোল হাওয়া

স্কুলে থাকতে শিখেছিলাম, একটা বর্গক্ষেত্রের খোপে
একটা বৃত্তকে জোর করে ঢুকিয়ে দিলে
চারপাশে কিছুটা জায়গা নষ্ট হয়ে যায়

দিন যত যায়, দেখি
আমাদের বৃত্তগুলো ছোট হয়ে আসছে
আর ফিটফাট বর্গক্ষেত্ররা, মুচকি হাসছে দূর থেকে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *