বিজ্ঞাপনের মাধ্যমে বেশ কিছু দিন আগেই রূপলি পর্দায় পা রেখেছেন শাহীদ কপূরের স্ত্রী মীরা রাজপুত| এ ছাড়াও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মীরার গ্ল্যামারাস লুক মুগ্ধ করেছে সবাইকে| এর মাঝেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি নাকি বলিউডের বড় পর্দায় অভিনয় করতে চলেছেন মীরা| সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহীদ এই নিয়ে আলোকপাত করলেন|

শাহীদ জানিয়েছেন ‘ এটা সম্পূর্ণ মীরার সিদ্ধান্ত| বিয়ের এক বছরের মাথায় আমাদের প্রথম সন্তান মীশা জন্মায়| এর দু’বছর বাদে আমাদের দ্বিতীয় সন্তান জইনের জন্ম হয়েছে| এই মুহুর্তে মীরা বাচ্চাদের নিয়ে ব্যস্ত আছে| বাচ্চাদের বড় করে তোলাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ওর কাছে|’

একই সঙ্গে উনি যোগ করেন ‘ মীরার এখন ২৫ বছর বয়স| আর এক দু’বছরের মধ্যে মীরা নিজের জন্য সময় দিতে পারবে| মীরা ওর জীবন নিয়ে কী করতে চায় সেই সিদ্ধান্ত ওকে নিজেকেই নিতে হবে| অভিনয় করতে চাইলে আমার কোনও আপত্তি নেই|’

মীরা রাজপুতের জন্ম দিল্লির এক পাঞ্জাবি পরিবারে| ২০১৫ সালে শাহীদ কপূরের সঙ্গে বিয়ে হয় ওঁর| প্রথম সন্তান মীশা জন্মানোর পর এক অনুষ্ঠানে মীরা নিজেই জানিয়েছিলেন তিনি গৃহবধূই থাকতে চান‚ এবং সন্তানের দেখাশোনা করতে চান| সে সময় উনি আরও বলেছিলেন দিনে মাত্র এক ঘন্টা মেয়ের সঙ্গে সময় কাটিয়ে কাজে বেরিয়ে যেতে চান না উনি|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *