বড় মেয়ে ত্রিশলার সঙ্গে নাকি সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত | ক’দিন ধরে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বি-টাউনে | সঞ্জয় দত্ত ও তাঁর প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা | মায়ের মৃত্যুর পর ত্রিশলা বড় হয়েছেন আমেরিকায় তাঁর দাদু-দিদার কাছে | বর্তমানে সেখানেই থাকেন উনি | তবে বাবা সুপারস্টার হওয়ার সুবাদে ত্রিশালা ভারতে রীতিমতো সেলেব্রিটি স্টেটাস পেয়েছেন।

সম্প্রতি একটি বিনোদন ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী ত্রিশলার সঙ্গে সব সম্পর্ক নাকি ভেঙে দিয়েছেন সঞ্জয় দত্ত | ত্রিশলার জীবনে কী ঘটছে তা-ও জানেন না তিনি। কারণটা দূরত্ব নাকি অন্য কিছু, তা অবশ্য় এখনও জানা যায়নি। বাবাকে ‘ড্যাডি ডিউক্স’ বলে সম্বোধন করেন ত্রিশলা | সেই ‘ড্যাডি ডিউক্স’-এর সঙ্গে ত্রিশালার কী হল‚ তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন সঞ্জয় দত্তের ভক্তরাও |

বাবার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে,গত বছর সোশ্যাল মিডিয়াতে ত্রিশলা বলেছিলেন ‘আমার ধারণা আমাদের সম্পর্ক ভাল | আমি কোনওদিন বাবার সঙ্গে থাকিনি | অবশ্য একদম থাকিনি বললে ভুল হবে। তবে তখন আমি অনেক ছোট ছিলাম‚ ফলে সেই সব কথা আমার মনে নেই |’

সম্প্রতি বয়ফ্রেন্ডের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া একটি স্টেটাস দেন ত্রিশালা | সেখানে উনি লেখেন, বয়ফ্রেন্ডের মৃত্যুতে উনি ভেঙে পড়েছেন | সঙ্গে এও জানান যে, কাছের মানুষ দূরে চলে গেলেও তিনি কোনওদিন তাঁকে ভুলতে পারবেন না |

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *