এক যে ছিল রাজা
তার ছিল খুব মজা
বিশাল বড় রাজবাড়ি
ঘোড়ায় টানা রথগাড়ি
তার ধুতির রং লাল
আর হাতে আছে ঢাল
কোমরে তরোয়াল।
রাজার গলায় মণির মালা
হাতে আছে সোনার বালা
রাজা দেখে লাগে ভয়
রাজা কিন্তু দুষ্টু নয়।
বৈশাখের বয়স সাত। একদণ্ড স্থির হয়ে বসা তার না-পসন্দ। এই সে সাজছে পাওয়ার রেঞ্জার কিংবা স্পাইডারম্যান, পরমুহূর্তেই হয়ে যাচ্ছে সপ্তদ্বীপের রাজামশাই! এক্ষুণি পায়ে হাতে বাস্কেটবল, পাঁচ মিনিট পরেই পাজ়ল নিয়ে উপুড়। পড়াশুনো তার পোষায় না। সারাদিন ছবি আঁকা, খেলা, গল্প শোনা, লাফালাফি করাতেই তার প্রাণের আরাম। অ্যালার্জির জন্য অনেক কিছু খাওয়া তার বারণ। তা সত্ত্বেও আইসক্রিম, দইবড়া, মিষ্টি হলুদ পোলাও আর মাটন খেতে খুব ভালোবাসে বৈশাখ।