অভিনেত্রী রানি মুখার্জি সম্প্রতি শিরোনমে উঠে এসেছেন ওঁর পরবর্তী ছবি ‘মর্দানি২’-এর জন্য| এই ছবিতে ওঁকে পুলিস অফিসার শিবানি শিবাজি রাওয়ের চরিত্রে দেখা যাবে| নয় নয় করে বলিউডে তেইশ বছর সম্পূর্ণ করেছেন রানি| অনেকেরই হয়তো মনে থাকবে উনি ‘রাজা কী আয়েগী বরাত’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন! তবে প্রথম ছবি মুক্তির দিন রানির জীবনে নেমে এসেছিল অঘটন|

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি নিজেই জানিয়েছেন সেই কথা| ঠিক কী ঘটেছিল সে দিন? ‘প্রথম ছবি মুক্তির দিন সব অভিনেতা/অভিনেত্রীরাই চরম উৎকন্ঠায় ভোগেন| ছবি বক্স অফিসে সফল হল না অসফল এই নিয়ে সবাই চিন্তিত থাকে| আমার ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল কিন্তু ছবির বদলে আমি আমার বাবাকে নিয়ে উৎকন্ঠায় ছিলাম| উনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন| আমার ছবি মুক্তির দিন বাইপাস অপারেশন হয় ওঁর| তবে উনি সে দিন অপারেশন করাতে চাননি| উনি আমার ছবি মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করতে চেয়েছিলেন| আমি বাবাকে বোঝালাম সেই মুহুর্তে অপারেশন করাটা কতটা জরুরি| বাবার অপারেশন হয়।’

রানি আরও যোগ করেন অপারেশন হওয়ার দু’দিন পর ওঁর বাবার জ্ঞান আসে| জ্ঞান ফেরার পর তাঁর প্রথম কথা ছিল ‘ছবি কেমন চলছে? দর্শকদের কেমন লেগেছে?’

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি না গিয়ে হুইলচেয়ারে করে মেয়ের প্রথম ছবি দেখতে চলে গিয়েছিলেন রাম মুখোপাধ্যায়। সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উনি| কেঁদে ফেলেছিলন| ‘বাবার সেই প্রতিক্রিয়ার কথা কোনও দিনই ভুলতে পারব না‚’ জানিয়েছেন রানি|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *