রাখী সাওয়ান্তের বিয়ের রহস্য যত দিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে। কিছুদিন আগেই রাখী জানান যে রীতেশ নামক একজন এনআরআই-কে তিনি বিয়ে করেছেন। লন্ডনের বাসিন্দা রীতেশ নাকি প্রথম দর্শনেই রাখীর প্রেমে পড়ে গেছিলেন। রাখীরও নাকি কথা বলতে বলতে রীতেশকে ভাল লেগে যায় এবং তার পরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়ায় রাখীর বিয়ের ছবি পাওয়া না গেলেও হনিমুনের ছবি পাওয়া গেছে। রাখী নিজেই সেগুলি পোস্ট করেছেন। আর সব ছবিতেই রাখীর সাজ পোশাক দেখে মনে হয়েছে যে তিনি নব বিবাহিতা বধূ। মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরা রাখীকে দেখে অনেকেই চমকে গেছিলেন। রাখী এও জানিয়েছিলেন যে  রীতেশের সঙ্গে এবার থেকে লন্ডনেই থাকবেন তিনি। দেশে আসবেন কাজের খাতিরে।

তবে এখন জানা যাচ্ছে, রাখীর এই বিয়ের খবর পুরোটাই ভূয়ো। আদতে কাউকেই বিয়ে করেননি রাখী। রিতেশ নামে আদৌ কেউ আছে কি না, তাই নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। কারণ তথাকথিত স্বামীর সঙ্গে একটিও ছবি দেননি রাখী। সুতরাং অনুমান করাই যায়, যে শুধু মাত্র লাইমলাইটে থাকার জন্যই রাখীর এই মিথ্যে বিয়ের খবর চাউর করেছেন।

সম্প্রতি আর একটি ভিডিও পোস্ট করেছেন রাখী। দীপক কালাল নাকি তাঁর সম্পর্কে অশালীন মন্তব্য করায় রাখীর ননদ দীপককে চড় মেরেছেন। এই ভিডিওটি দীপকও নিজের ইনস্ট্যাগ্র্যাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভিডিওটি ইতিমধ্যে ভাইরালও হয়ে গেছে। আপনাদের নিশ্চয় মনে আছে কয়েক মাস আগে মিডিয়া ডেকে রাখী আর দীপক ঘোষণা করেছিলেন যে তাঁরা বিয়ে করছেন। সেটাও আদতে নাটকই ছিল। আর পুরোটাই প্ল্যান করেছিলেন দীপক ও রাখী। এবারেও ঠিক একইভাবে তাঁরা দীপকের চড় খাওয়াটা সাজিয়েছেন। বিশ্বস্ত সূত্রের খবর, দীপক নাকি রাখীকে পাঁচ লাখ টাকা দিয়েছেন এই নাটকটি করার জন্য। যে মেয়েটিকে ভিডিওতে চড় মারতে দেখা গেছে, সে আদতে রাখীর কোনও ননদ নয়। রাখী যে বিতর্কের আর এক নাম সেটা কিন্তু উনি ফের প্রমাণ করলেন। কিন্তু এই ভাবে আর কতদিন চর্চার বিষয় হবেন, সেটা সময়ই বলবে!

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *