সম্প্রতি ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের কয়েকটা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় | ছবিগুলোতে রাখিকে বধূবেশে দেখা গেছে | ছবিগুলো দেখে অনেকের মনেই প্রশ্ন ওঠে তা হলে কি শেষমেশ বিয়ে করে নিলেন রাখি?  প্রথমটায় অবশ্য রাখি জানান একটা ফোটোশ্যুটের জন্য বিয়ের সাজে সেজে উঠেছিলেন উনি | 

তবে অগস্টের চার তারিখে একটি সাক্ষাৎকারে রাখি নিজের মুখেই স্বীকার করেন যে, এক এনআরআই-এর সঙ্গে বিয়ে করেছেন তিনি| উনি বলেন, ‘প্রথমে এই খবর স্বীকার করতে আমি ভয় পেয়েছিলাম | কিন্তু এখন জানাচ্ছি আমার সত্যিই বিয়ে হয়ে গেছে|’ এখানেই শেষ নয় রাখি আরও জানিয়েছেন ২০২০ সালের মধ্যে মা হওয়ার পরিকল্পনাও আছে ওঁর |

রাখি জানান তাঁর স্বামীর নাম রিতেশ এবং উনি ব্রিটেন নিবাসী। প্রথম দেখাতেই রিতেশ নাকি তাঁর প্রেমে পড়ে যান বলেও দাবি করেন রাখি | প্রথমে বন্ধুত্ব এবং পরে তাঁরা একে অপরকে ভালবেসে ফেলেন বলে জানিয়েছেন রাখি সাওয়ান্ত | আগে এক রিয়্য়ালিটি শো-এর মাধ্যমে এনআরআই ইলেশ পারুজানওয়ালার সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন রাখি। দু’জনে মিলে অন্য একটি রিয়্য়ালিটি শো-তে অংশগ্রহণও করেন। তবে সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ইলেশকে ধনবান ভেবেই সম্পর্কে জড়িয়েছিলেন রাখি। তবে পরে জানতে পারেন যে ইলেশের সে রকম ধন সম্পত্তি নেই। তাই সে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন রাখি। অকপটে আগেও সে কথা স্বীকার করেছেন রাখি।

রিতেশের সঙ্গে বিদেশে থাকবেন বলেই ঠিক করেছেন রাখি | তবে মাঝে মধ্যে দেশে আসবেন কাজের সূত্রে | রাখির অনেক দিনের ইচ্ছে ছোটপর্দায় শো প্রযোজনা করার। উনি মনে করছেন এ বার তা সফল হতে চলেছে।|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *