শাড়ি খুব মৃদু হয়ে গেলে
শুধুই কাপড় হয়ে যায়।

ক্লান্ত ছেলে বাড়ি ফিরে
গামছা না-পেয়ে তাতে
চশমা মোছে, হাত-পা মোছে,
ঘরে ঢুকে যায়।

কাপড় হাওয়ায় দোলে…

কাপড় হাওয়ায় দোলে

নিজেই শুকিয়ে যায়।

আরো একবার, ভিজে ওঠবার ইচ্ছেয়
তার সুতোগুলো নিরুপায় শক্ত হয়ে ওঠে…

ছবি সৌজন্য: Flickr

Rajdip Roy Author

শূন্য দশকের কবিতা জগতের সুপরিচিত নাম। কবিতা লেখার পাশাপাশি লিখেছেন নানা বিষয়ে প্রবন্ধ। জন্ম হাওড়ার শিল্পাঞ্চলে, পেশায় শিক্ষক। প্রকাশিত কবিতার বই- যদি না পুনর্জন্ম হয়(২০১২), ধানদূর্বার দেশ(২০১৪), জন্মান্ধের আলো(২০১৬), সূর্যের বিষাদ(২০১৬), বিশল্যকরণী(২০১৯), রামকৃষ্ণের মুখে গল্প(২০২১)। প্রকাশিতব্য সম্পাদিত বই: ফুল,পুতুল আর আগুন।দেবারতি মিত্র: নির্বাচিত সাক্ষাৎকার ও অগ্রন্থিত গদ্য সংকলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *