শান্তিপাঠ করো। শান্তি নাভিশ্বাস ফ্যালে।
অক্ষর চিনেছ। শান্তি অক্ষরের মুখ—
তোমাকে বলেনি কেউ। ফের বৃথা গেল
হোমাগ্নি, ঘি-এর দাহ, মহাশূন্যে ধোঁয়া।
শান্তিপাঠে ভুল হয়। ভ্রমের ফোয়ারা
ছেটায় শোকের রজঃ। ফের কামাতুর
হয়েছে আদিম পুং। ভয়ে মাদি পশু
দিগ্বিদিক জ্ঞানশূন্য; তিরবেগে ছোটে।
শান্তিপাঠ হয়। হয় পূর্ণ পূর্ণে স্থিত।
অথচ এখনও শান্তি নাভিশ্বাস ফ্যালে।
মরণ শিয়রে ব’সে। ও শান্তি, তাকাও!
*ছবি সৌজন্য: PxHere
তমোঘ্নর জন্ম ১৯৯৮ সালে হুগলির আরামবাগে। বর্তমানে তারকেশ্বরের স্থায়ী বাসিন্দা। রবীন্দ্র মহাবিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক পাঠরত। শখ বলতে গান শোনা আর বই পড়া। 'মাসিক কবিতাপত্র', 'কবিতা আশ্রম', 'যাপনচিত্র', 'শুধু বিঘে দুই', 'তবুও প্রয়াস', 'বাক্'-সহ বিভিন্ন ওয়েবজিন ও লিটল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয়েছে।