নিরুপম…
দু’টি অভিঘাতহীন মানুষ দাঁড়িয়ে আছে
খেলার ইশকুল থেকে, ইশকুলের ঈর্ষা থেকে ছুটি পাওয়া মানুষ
খেয়া বেয়ে পারাপার করে দুপুরে
দুপুরে দূরে দূরে পায়ে পায়ে টুকরো সোয়েটার
নীল নীল আকাশের, আবিরের টুকরো দস্তানা
তাদের মুখের সাথে খেলা করে
ফটোগ্রাফার ছবি তোলে ইউনিসেফের জন্য
প্যালেস্তিনিও দু’টি শিশু আর কিছু লাল আবদার
দাঁড়িয়ে রয়েছে যেন আজীবন বালকের বয়স
এতও ধ্বংসের মুখে অভিযোগহীন দু’টি কুরুশ
বুনছে স্বদেশ, বুনছে পৃথিবীর ঘনীল সোয়েটার…
ছবি সৌজন্য: rawpixel
ঝিলমের জন্ম ১৯৮৪ -তে। দর্শনের ছাত্রী ছিলেন। লেখায় প্রবেশ সাতাশ বছর বয়সে। অনুভূতির গভীরে তাঁর লেখার শিকড়। ২০১৫ সালে প্রথম কাব্যগ্রন্থ "নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা"। ২০২০-তে দ্বিতীয় কাব্যগ্রন্থ "বৃষ্টি পড়া বাড়ি", প্রতিভাস থেকে। ২০২১-এ প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই "আখরোট" এবং ওই একই বছর, কাশ্মীর থেকে তাঁর বাংলা কবিতার ইংরাজি অনূদিত কাব্যসংকলন- "Memoir Of a Girl" প্রকাশিত হয় মৌলীনাথ গোস্বামীর অনুবাদে। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। "দেশ" অনলাইন পত্রিকায় "নির্বাচিত কবি"-র সম্মান পেয়েছেন। লিখতেই হয় তাঁকে ঈশ্বরের অদৃশ্য নির্দেশের মতো।