আলো এক স্বপ্নচিন্তা, মৃতদেহ ফুঁড়ে ঢুকে আসে…
আমাদের শ্লোকপর্ব গেয়ে ওঠে ডাকিনী সমাজ
এ বিদ্যায় রত জল অঝোরে গড়িয়ে পড়ে ঘুমে
চোখ নেই, মৃদু দাগ প্রাচীন বল্কলে লেগে থাকে
ফসল নিড়ানো দেহে শুয়ে আছে পচাগলা নারী
ঠান্ডা সম্পর্কের দায় আমাদের হত্যাকাণ্ডে বেঁধে রাখা।
জড়ো হয় ইঁদুরেরা, রক্ত চাটে, লোভ করে খুব
চোখের বদলে তারা খুবলে নিয়েছে একে একে 
ঘুম-স্বপ্ন-আলো-বোধ… হিংস্র মাংসভোজী দল
প্রতিটি দেহের খোঁজে বাস্তুভিটে রক্ষা করে চলে…

ছবি সৌজন্য: Pickpik

পড়ানোটা জীবিকা হলেও আসল নেশা বই পড়া। প্রথম ভালোবাসা কবিতা। কবিতা লিখতেই বেশি স্বচ্ছন্দ। দু'টি ক্ষীণকায় বই তার সাক্ষ্য বহন করছে - প্রতিপক্ষ হেরে যাচ্ছে এবং টেগোর সাব অথবা ছিন্নপত্র। আড্ডা দেওয়াটাও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন। অলমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *