আরও একবার চৈতন্যে বিষাদের অমৃত ঢালো
প্রভু,
আমি মগ্নবিষাদী হব
আবার।
দেখে যাব শেষবার –
বর্ণমালার কোন কোন রঙে আকাশ রাঙালে তুমি,
সাজালে মাটি-পাহাড়।
জল দিয়ে জল-রং ধুয়ে যাওয়া –
দেখে নেব,
প্রভু।
এই শেষবার।
কী রং মেশালে বাতাসে হাওয়া-রং ধরে।
এই,
এই শেষবার।
আমায় মগ্নবিষাদী করো আরবার।
অরিঞ্জয় বিশ্বাস বাসন্তীদেবী কলেজে ইতিহাসের অধ্যাপক। বইপত্তরে ডুবে থাকতে পারলে আর কিছু চান না। তবে বিশেষ শখ বলে খুব একটা কিছু নেই। কাজ অনেক। তবে মূলত অকাজে ব্যস্ত মানুষ। ঠায় চুপটি করে বসে থাকতে ভালোবাসেন।