দিশাহারা বোধ করছে রমেশ। হতাশ। অবসন্ন। কিছুই ভালো লাগছে না। একমাত্র মেয়ে, তার প্রাণাধিক প্রিয় রূপাকে নিয়ে গত কয়েকবছর ধরে লাগাতার টানাপোড়েন চলছে তো চলছেই। কারণ আর কিছুই না, রূপা ঠিক করেছে তার থেকে বয়েসে বারো বছরের বড় একজনকে বিয়ে করবে। তাও ঠিক ছিল, যদি না, লোকটা বিপত্নীক হত। তার আবার একটা দশ বছরের মেয়েও আছে। রূপার নাকি মেয়েটার প্রতিও খুব মায়া পড়ে গেছে। মেয়েটার জন্যেই রূপা আর লোকটার প্রথম পরিচয় ঘটেছিল এবং তার জন্যেই নাকি আজ এই সম্পর্কটাকে আরও একধাপ বাড়ানোর কথা ভাবছে ওরা।  Read more

Korak Basu

কোরক পেশায় জনসংযোগ আধিকারিক। নেশায় অনেক কিছু। বাচিক শিল্পী তো বটেই। তার পাশাপাশি নিয়মিত আকাশবাণীতে রেডিও নাটকের সঙ্গে যুক্ত। ভয়েসওভারের কাজ করেন। আবৃত্তিও করেন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র কোরক বহুদিনই কলকাতার বাসিন্দা। সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষা। বর্তমানে ওয়েব দুনিয়ায় পডকাস্টের জগতে তিনি বেশ পরিচিত নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *