কোরক পেশায় জনসংযোগ আধিকারিক। নেশায় অনেক কিছু। বাচিক শিল্পী তো বটেই। তার পাশাপাশি নিয়মিত আকাশবাণীতে রেডিও নাটকের সঙ্গে যুক্ত। ভয়েসওভারের কাজ করেন। আবৃত্তিও করেন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র কোরক বহুদিনই কলকাতার বাসিন্দা। সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষা। বর্তমানে ওয়েব দুনিয়ায় পডকাস্টের জগতে তিনি বেশ পরিচিত নাম।