ফিরে দেখা, পুরোনো কে নতুন করে পাওয়ার মধ্যে যে সুখটা বা শান্তিটা রয়েছে সেটা হয়তো আপন বলেই পরিচিত হয়। প্রতিটা ছবি ২ কি ৩ কি ৪ বছর আগে তোলা, বেশিরভাগ ছবি ফোনে (Redmi5) বা Nikon D5200 তে তুলতাম। ক্যামেরা চুরি হয়ে যাওয়ার পরে দুঃখ, জ্বালা, যন্ত্রনা আমাকে অনেক কিছু শিখিয়েছে, দিয়ে গেছে ভর্তি করা অভিজ্ঞতা এবং ধৈর্য্য, বাড়িয়েছে আত্মবিশ্বাস এবং সময় এর উপর নিজের বিশ্বাসকে ধরে রাখার মতন অসীম এক পরিচিতি।। আজ ২০২২ সালে এসে তা বুঝতে পারি, হাজার কষ্ট-র মধ্যেও আমি বেশ বেশ কিছু জায়গাতে হেরে গেলেও আজ বুঝি, ছবি গুলোর মায়া বা ছবির প্রতি শ্রদ্ধাটা ঠিক কতটা এসে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *