পাথরে ছলনা নেই, সমস্ত সরল
ঠোঁটে তার ঠোঁট দিলে নেই কোনো পতনের ভয়।
এতটা সহজ করে ঘুম যদি টেনে নিত শেষে
শঙ্কাহীন মানুষেরা পোহাত আগুন সব শেষ-বিকেলের…
নদীদের স্রোত, ঘুর্ণি, জল
মৃদু হাসে, ডাক দেয়, ছড়ায় কটাক্ষ খুব ডিঙিদের দিকে।
কিছু ডিঙি ভাসে, দোলে। কিছু ডিঙি ডুবে যায় বিষ-ঘন জলে!
পাথরে ছলনা নেই, নদীদের আছে।
জনপ্রিয় কবি ও গদ্যকার। ধুলোখেলা গ্রন্থের জন্য পেয়েছেন বাসুদেব দেব সংসদ সম্মান ২০১৪। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ওড়ে চিঠি তোমার শহরে, ধ্যান আর ধুলোর ভাস্কর্য, ভালোবাসা, ভালো, হে বিষাদ, ছুঁয়ে থেকো, মেহগিনি মেমরিজ।
bhalo laglo