ডুয়ার্স নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ চা বাগান‚ নদী‚ জঙ্গল ও অপার্থিব শান্তি| ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার| পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স বাঙালিদের প্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম| শহরের কোলাহল থেকে দূরে যদি বাকি জীবনটা কাটাতে চান তাহলে শ্রী বালাজি প্রজেক্টের পান্থনিবাসে কিনতে পারেন একটা বাড়ি|

ডুয়ার্স থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন দার্জিলিং| বা ইচ্ছা করলেই পৌঁছে যেতে পারেন গোরুমারা অভয়ারণ্য‚ মিরিক‚ কালিপং বা লাভা লোলেগাঁও| নিছক ঘোরাঘুরি করতে ভাল না লাগলে পান্থনিবাসে‚ নিজের বাড়ির স্বাচ্ছন্দ্যে‚ বাইরের শোভা দেখতে দেখতে চুমুক দিতে পারেন গরম চায়ে|

গত দশ বছরে একাধিক হাউজিং প্রজেক্ট‚ হোটেল নির্মাণ করেছ শ্রী বালাজি| অন্য সবার থেকে শ্রী বালাজী পৃথক| কারণ গ্রাহকদের কাছে তারা যা প্রতিজ্ঞা করে তাই রাখার চেষ্টা করে| এই কারণেই ২০১৪ সালে তারা পেয়েছে ‘ন্যাশনল বিল্ডার অ্যাওয়ার্ড’| এছাড়াও শ্রী বালাজি পেয়েছেন ২০১৬-তে ইয়াং অন্ত্রেপ্রেনার অফ ইন্ডিয়া পুরস্কার| এখানেই শেষ নয় ওঁদের ঝুলিতে আছে আরও পুরস্কার যেমন ইলেভেন্থ রিয়েলটি প্লাস কনক্লেভ অ্যান্ড একসিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯১‚ রিয়েল এস্টেট এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯‚দ্যা রিয়েলটি লিডারস অ্যাওয়ার্ড ২০১৯ এবং এস্টেট অ্যাওয়ারডস ২০১৯

ভবিষ্যতে সোনারপুরে একটা টাউনশিপ গড়ার ইচ্ছা আছে শ্রী বালাজির| এছাড়াও শান্তিনিকেতনে বিশ্ব ভারতীর কাছে ইতিমধ্যেই তৈরি হচ্ছে তাদের হাউজিং প্রজেক্ট | এছাড়াও দীঘা এবং পুরীতেও তৈরি হবে ওঁদের পান্থনিবাস|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *