ইচ্ছে

অচেনা ইচ্ছের মাটি
কোন জলে এসে দেখা দেয়
তোমার ছায়ার পূর্বাকাশ?

দিঘি জানে তার দুই ধারে
ফুটেছে পলাশ!

প্রেম

যেন আনন্দ
পাখির মুকুট

আমাকে পরাও!

ভিক্ষুক

দেহগাছ, পাতার বদলে
খুলে দাও ভুল—
               দুই হাতে

ঝরে পড়ে
       জ্বলন্ত শিমূল!

Festival of Colors
ঝরে পড়ছে ময়ূর ময়ূর...

রঙের সাহস

ঠিক এখনই
আমার দেহ

জানতে পারল
মেঘের উৎস

না-সচেতন
স্পর্শ তোমার

দম আটকে যায়
ঠিক এখনই

আমার নদীর
সব উপকূল

আঁকড়ে ধরল
বজ্রশাখা

পাশে বসেই
কথা বলছে

কিন্তু রঙের
বিন্দুমাত্র

সাহস তো নেই
তাকিয়ে দেখার

আবার আমার
মনের মধ্যে

ঝরে পড়ছে
ময়ূর ময়ূর

তাদের নাচের
বৃষ্টি-আওয়াজ

তোমার দিকেই
হ্যাঁ সচেতন

এগিয়ে যাচ্ছে
আমাকে নাও

এমন ইচ্ছে
জলন্ত সব

ইচ্ছে-পুষ্প
তোমায় দেব

বিকেল নামছে
মেঘের ভেতর

ঠিক এখনই
মেঘের ভেতর

ঝাঁপ দেওয়ার
আগে আমায়

বারণ করছে
বসুন্ধরা!

Radhika Krishna Holi
মাটি মন্দির/ ছেড়ে শ্রী মোহন/ খুঁজতে বেরোন

রাধিকা অপার

মাটি মন্দির
অষ্টধাতুর
শ্রী মোহন একা

চুরি গেছে তার
রাধিকা অপার
কতদিন হল!

পাশে ভাঙা বট
ভেজা নিম ডাল
আজ পূর্ণিমা

ওদের না-বলে
মাটি মন্দির
ছেড়ে শ্রী মোহন

খুঁজতে বেরোন
আমিও তো তাঁর
পিছনে হাঁটছি

আমরা দু’ভাই
রাধিকাবিহীন
যমুনাসকল

খুঁজতে খুঁজতে
এই বাংলায়
দোল এসে যায়!

 

*ছবি সৌজন্য: Photos.com

অভিরূপ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৯৩ সালে, নদিয়ার কৃষ্ণনগগরে। বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বভারতী থেকে এম.ফিল। বর্তমানে এশিয়াটিক সোসাইটি-র গবেষণা-প্রকল্পে যুক্ত। ২০২০ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে অভিরূপের প্রথম কবিতার বই ‘এই মন রঙের কৌতুক’, সপ্তর্ষি প্রকাশন থেকে।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *