আর ঠিক এক বছর বাকি| তারপরেই আরম্ভ হয়ে যাবে টোকিয়ো অলিম্পিক্স ২০২০| ভাবছেন তো এতে অবাক হওয়ার কী আছে? আছে মশাই আছে! টোকিয়ো অলিম্পিক্স-এর উদ্যোক্তরা ঠিক করেছেন অলিম্পিক্স-এর পদক তৈরি হবে দান করা ও বাতিল মোবাইল ফোন থেকে|

এর জন্য ইতিমধ্যেই জাপানের বিভিন্ন জায়গা থেকে আশি হাজার টন বাতিল মোবাইল ফোন এবং বাতিল ছোট ইলেকট্রনিক্স যন্ত্র জোগাড় করা হয়েছে| আগামী বছর অলিম্পিক্স এবং প্যারা-অলিম্পিক্স জয়ীদের এই বাতিল মোবাইল থেকেই তৈরি সোনা‚ রূপা ও ব্রোঞ্জ-এর মেডেল পরানো হবে| আন্দাজ পাঁচ হাজার মেডেল বিতরণ করা হবে|

যে সংস্থা মেডেল তৈরি করছে তারা জানিয়েছে ৬ মিলিয়ন মোবাইল ফোন ব্যাবহার করা হচ্ছে| দু’বছর ধরে মোবাইল ফোন সংগ্রহের কাজ চলেছে| অনেকেই আবার স্ব-ইচ্ছায় মোবাইল ফোন দান করেছেন| মেডেল প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে ফোন ও ইলেকট্রনিক যন্ত্রের ১০০% ব্যাবহার করা হয়েছে মেডেল তৈরি করতে|

সেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে ৭১ পাউন্ড সোনা‚ ৭,৭০০ পাউন্ড রূপা আর ৪,৮৫০ পাউন্ড ব্রঞ্জ পাওয়া গেছে| ইতিমধ্যেই মেডেল তৈরির কাজ ও আরম্ভ হয়ে গেছে| মেডেলটার ডিজাইন করেছেন জুনিচি কাওয়ানিশি| চারশো জন প্রতিযোগী তাঁদের ডিজাইন নিবেদন করেছিলেন| জুনিচি কাওয়ানিশি বাকিদের পিছনে ফেলে এই প্রতিযোগিতা জেতেন| গতকাল মেডেলের ডিজাইন প্রকাশিত হয়েছে|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *