নিশিরাতে হাসাহাসি
খ্যাঁকখ্যাঁক, খুকখুক,
মিশি দাঁতে পাশাপাশি
মাসি-পিসি ধুকপুক।
মিহিসুরে গুনগুন –
খোনাসুরে খ্যানখ্যান,
কখনো বা রামধুন,
কখনো বা ঘ্যানঘ্যান।
আঁধারেতে মিশমিশ
কারা চলে ধুপধাপ –
শ্বাস ফেলে ফিসফিস,
কথা বলে চুপচাপ।
কেউ বুঝি তাড়াতাড়ি
পিছে ছোটে চটপট,
কারো ভারি বাড়াবাড়ি
মিছে করে ছটফট।
হাওয়া ছোটে এঁকেবেঁকে
ঘোরে মাথা বনবন,
কান্ডটা দেখেটেখে
দাঁত করে কনকন।
মিছিমিছি রাগারাগি,
কাঁদাকাটা ফ্যাচফ্যাচ,
বাড়িঘর ভাগাভাগি –
কাটাকুটি ঘ্যাঁচঘ্যাঁচ।
নিশিরাতে হাসাহাসি
খিকখিক, খনখন,
মগজেতে ঠাসাঠাসি
পাগলামি টন টন।
ভূগোলের অধ্যাপিকা। ছোটবেলা থেকেই আঁকা-লেখার সৃজনশীল জগতে আনন্দ খুঁজে পান। ২০১৯ সালে প্রকাশিত হয়েছে প্রথম বই "দাড়িওয়ালা বুড়োটার"। এডওয়ার্ড লিয়রের ননসেন্স লিমেরিক ও ছড়ার বাংলা রূপান্তরের এই সংকলনের অলংকরণও তাঁর নিজের করা।
অসাধারন একটি রচনা। লেখিকার সব লেখা ই পড়ি। খুব মজাদার ।আরো লেখা চাই দিদির কাছ থেকে।
পারমিতা দি অপূর্ব। মন টা ছোটদের মতন হইচই করে উঠলো। অনেক ভালবাসা তোমাকে।