শতাব্দী গত বুঝি, রাত্রি ছিল শব্দ প্রসবিনী,
সঙ্গবিলাসী রাতে, কবিতাই প্রেম সঙ্গিনী।
সে প্রেম কল্লোলিনী, কবির আদরে দিশেহারা;
জ্যোছনা মোড়ানো ছাদে চোখে তার মৃদু আশকারা।

যে রাত একাকী, যার ফুটপাথে শহর জেগেছে;
আকন্ঠ চুম্বন হোমে যে রাতের দহন মিশেছে;
সে রাতে বৃষ্টি ছিল, মেঘ বুকে, শরীরে আকাশ;
কবিতাই জানে শুধু, অভিমানী কত পরবাস।

এখন মাঝ বয়েস, রাত তুমি ঘুমের পাহারা,
তোমার শরীর জুড়ে জেগে থাকে শুধু কবিতারা।

 

*ছবি সৌজন্য: Pixabay

Rupak bardhan Roy

ড. রূপক বর্ধন রায় GE Healthcare-এ বিজ্ঞানী হিসেবে কর্মরত। ফ্রান্সের নিস শহরে থাকেন। তুরস্কের সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন। বৈজ্ঞানিক হিসেবে কর্মসূত্রে যাতায়াত বিশ্বের বিভিন্ন প্রান্তে। লেখালিখির স্বভাব বহুদিনের। মূলত লেখেন বিজ্ঞান, ইতিহাস, ঘোরাঘুরি নিয়েই। এ ছাড়াও গানবাজনা, নোটাফিলি, নিউমিসম্যাটিক্সের মত একাধিক বিষয়ে আগ্রহ অসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *