প্রিয়জনকে হারানোর শোক ভুলতে মানুষ কত কিছুই না করে| তবে ভাল কিছু করলে তা হয়ে থাকে দৃষ্টান্তমূলক | যেমনটা হয়েছে মুম্বাইবাসী সবজি বিক্রেতা দাদারাও বিলহোরের ক্ষেত্রে | ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি কলেজে ভর্তি হয়ে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল দাদারাওয়ের ছেলে প্রকাশ | রাস্তায় বৃষ্টির জলে ভরে থাকা একটা বেসরকারি সংস্থার খোঁড়া গর্তে মোটরবাইকের চাকা পড়ে| মুহূর্তে উলটে যায় বাইক| ছিটকে রাস্তায় পড়ে যায় প্রকাশ| হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার|

ষোলো বছরের ছেলেকে হারানোর শোক সহজে ভোলার নয়| ভুলতে পারেননি দাদারাও বিলহোরেও| কিন্তু ছেলের মৃত্যুর পর থেকে রাস্তায় যখনই গর্ত চোখে পড়ে ওঁর‚ উনি তা ভরাট করে দেন| যাতে ওঁর ছেলে প্রকাশের মত মুহূর্তের অসর্কতায় প্রাণ হারাতে না হয় আর কাউকে| এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দাদারাও বলেন ‘আমি আমার ছেলেকে হারিয়েছি | কিন্তু আর কেউ যেন তাঁর প্রিয় জনকে এই ভাবে না হারায় | তাই আমি ধীরে ধীরে রাস্তার গর্ত বোজানোর কাজ হাতে নিলাম | ছেলের মৃত্যুর পর আমি কাঁদিনি | আমি লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম|’

ওই দুর্ঘটনার পর তিনি শপথ করেন রাস্তার সব গর্ত সংস্কার করবেন উনি | সেই থেকে আজ অবধি ৫৫০টার ও বেশি গর্ত ভরাট করেছেন উনি| এই কাজে যাতে বাকিরাও এগিয়ে আসে তার জন্য আহ্বানও জানিয়েছেন দাদারাও| তিনি মনে করেন দেড় কোটি মানুষের মধ্যে যদি এক লক্ষ মানুষও গর্ত ভরাট করার দায়িত্ব নেন তাহলে খুব তাড়াতাড়ি গোটা দেশের রাস্তা গর্ত মুক্ত হবে |

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *