বাংলালাইভের এই ভিডিও-তে পদ্মশ্রী নারায়ণ দেবনাথের সৃজন ও জীবন নিয়ে কথা বলেছেন দেশবিদেশের এমন পাঁচজন, যাঁরা তাঁর কাজের সঙ্গে, ব্যক্তিমানুষের সঙ্গে, তাঁর কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি তথা পত্রভারতী প্রকাশনার কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায়, মার্কিন প্রবাসী নাট্যব্যক্তিত্ব সুদীপ্ত ভৌমিক, লন্ডন প্রবাসী চিকিৎসক-লেখক পাঞ্চজন্য ঘটক, দেবসাহিত্য কুটিরর কর্ণধার রূপা মজুমদার এবং শ্রীদেবনাথের স্নেহধন্য পুত্রসম অরূপ রায়, যিনি পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *