আমি মানুষ ভালোবাসি। বাঙলার শহর থেকে গ্রামে, পাহাড় থেকে সমতলে মানুষ দেখে বেড়াই, মিশে যাই তাঁদের সাথে। তাঁরাও ভরসা করেন আমায়। তাঁদের খুশি, তাঁদের ভালো-না থাকার সঙ্গী করে নেন আমাকে। নিজের শহর ছেড়ে কোথাও গেলে সেই জায়গার সাথে, সেখানকার মানুষদের সম্বন্ধ বুঝতে চেষ্টা করায় আমার আগ্রহ বরাবরের।
পাহাড় থেকে সমতল হয়ে শহুরে সহজ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত হাসি জমিয়ে তুলেছি কিছু। হাসির তো কোনো দেশ, কাল, ধর্ম, ভাষার সীমা হয় না, তার কেবল ঝরঝরিয়ে বয়ে যাওয়ার দায়…
নির্ভেজাল বাংলামির, নির্ভেজাল হাসি…😂 কোয়েলার ছবির তুলনা নেই।
চমৎকার কোয়েলা
অন্যরকম সিরিজ। চিত্তাকর্ষক।