এখন চুপচাপ বালুঘড়ি ওলোটপালট,
ভালবাসার দিন ঘাসের ডগার মত বেরঙা;
আর মনের ভেতর কাপাস ফাটে না অহরহ,
নিরুদ্দিষ্ট ভালবাসা … অ্যাকোরিয়ামে সুখী মাছের 
 মতো খেলা করে সুচারু;
সেই যে আমাদের ভালবাসাবাসি কিসসা
আমাদের হাত ধরাধরির মুহূর্তগুলো…
খুঁজে নিত রাস্তার পাশে অনামী ফুলের ছোঁয়া!
আমাদের গোধূলি বেলা কলকলিয়ে উঠত বুভুক্ষু শহরের মাঝে,
কাজলদানি যত্নশীল চোখের মায়ায়; নিবিড়।
ঘামের সিঁড়ি ভাঙতে ভাঙতে;
সুখের ইশতেহার– হয়তো
লিখেছিলাম বুঝি ভেঙে যাওয়ার সর্বনাম
?


আজ নলবনের হাওয়ায় হাওয়ায় 
প্রেম তাড়সে ভালবাসা ওড়ে,
নতুন প্রেমিকার মুখের উপর আলতো  চুল;
মৃদু হাতে সরাই, মনে মনে।

 

*ছবি: Pixabay

আল মামুনের জন্ম নবদ্বীপের তিওরখালি গ্রামে ১৯৮৫ -তে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারি। গবেষণার সঙ্গে ও যুক্ত। মূলত: কবি। শখ মানুষ দেখা, বইপড়া, বেহালা বাজানো, গান শোনা, বেড়াতে যাওয়া আর শিশুদের স‌ঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *