সন্দেহ নেই বাংলা সাহিত্যে গৌরবোজ্জ্বল ভূমিকা লিটল ম্যাগাজিনের। বাংলা লিটল ম্যাগাজিন এক দুঃসাহসিক অভিযান। এবং সেখানে নানান পত্র-পত্রিকা নানান ভাষায় তাদের কথা বলছে। বিভিন্ন কণ্ঠস্বরের একত্রীকরণই লিটল ম্যাগাজিন। তাদের কথা, শব্দ, উচ্চারণের মধ্য দিয়ে আমরা এই মুহূর্তের বাংলা সাহিত্যের পরিচিতিকে পেয়ে যাই। সেইজন্যে আজকে বাংলা লাইভ ডট কম এগিয়ে এসেছে এমন একটি কাজকে কুর্নিশ করার জন্য; এমন একটি কাজকে বাহবা দেবার জন্য; এমন একটি কাজের পাশে দাঁড়ানোর জন্য। তাদের পৃষ্ঠপোষণা, উদ্যোগ এবং উৎসাহে বাংলা লিটল ম্যাগাজিনের এই বিভাগ নির্মিত হয়েছে– লিটল ম্যাগাজিন কর্নার। এটি বাংলা লিটল ম্যাগাজিনের সমস্ত বিষয়কে না-হোক, অন্তত লিটল ম্যাগাজিনের ভাবনাকে প্রসারিত এবং প্রচারিত করার জন্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখানে শুধুমাত্র নির্বাচিত একটি লিটল ম্যাগাজিনের তথ্য বা লেখালিখিই পরিবেশিত হবে না, এর সঙ্গে থাকছে লিটল ম্যাগাজিনের নাম-ঠিকানার একটা তালিকাপঞ্জী, লিটলম্যাগাজিন সংক্রান্ত কোনও খবরাখবর বা কোনও পুরনো লিটল ম্যাগাজিন নিয়েও কিছু কথাবার্তা। অর্থাৎ, বাংলা ভাষায় লিটল ম্যাগাজিন সংক্রান্ত নানান খবরাখবর এর সঙ্গে যুক্ত থাকবে। এই নিয়ে লিটলম্যাগাজিন কর্নার। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় সম্পূর্ণতা পাক—এই কামনা করি।

আজ লিটল ম্যাগাজিন ডিজিটাইজ করার একটা উপযোগিতা রয়েছে। আসলে সংরক্ষণ করার একটা মাধ্যম হচ্ছে ডিজিটালাইজেশন। সন্দেহ নেই, লিটল ম্যাগাজিনে এত যে কাজকর্ম হচ্ছে, তাকে সংরক্ষিত করার  যে উদ্যোগ বাংলা লাইভ ডট কম নিয়েছে, তার জন্যে তাদের ধন্যবাদ জানাই। এবং এই ধরনের কাজ যত হবে, লিটল ম্যাগাজিনকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়া যাবে। কারণ ভবিষ্যতে এই ধরনের কাগজগুলোকে আমরা খুঁজে পেতে চাইব, তথ্য জানতে চাইব। তাই জন্য ডিজিটালাইজ করা ভীষণ জরুরি।

দেখুন: সন্দীপ দত্ত ও শাক্যজিৎ ভট্টাচার্যের আড্ডা

বেছে নেওয়ার ব্যাপারটা আসলে এমনটা নয় অনেক কাগজকে চাপা দিয়ে আরেকটি কাগজকে নির্বাচন করছি। যে-কোনও একটা কাগজ থেকে কাজ শুরু করতে হয়। সেরকমভাবেই ‘কারুকথা এই সময়’-কে বেছে নেওয়া। সুদর্শন সেনশর্মা একজন চিকিৎসক এবং তিনি দীর্ঘদিন ধরে এই কাগজটি প্রকাশ করে চলেছেন। এখানে গল্প, প্রবন্ধ, কবিতা এবং অন্যান্য নানা বিষয় আমরা যেমন পাই, তেমনি পাশাপাশি পাই অমলেন্দু চক্রবর্তী, বিখ্যাত কথাসাহিত্যিক—তাঁকে নিয়ে সংখ্যা, বা ডাঃ সুভাষ মুখোপাধ্যায়, প্রথম টেস্ট টিউব বেবির জন্মদাতা, তাঁকে নিয়ে সংখ্যা এবং শঙ্খ ঘোষকে নিয়ে সংখ্যা। নানান বিষয় নিয়ে বিশেষ সংখ্যা বা ক্রোড়পত্র করায় প্রয়াসী হয়েছেন এঁরা। রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত-কে নিয়েও কাজ করেছেন। এই মাসের ক্রোড়পত্রে চিত্রভানু মজুমদারকে নিয়ে একটি সচিত্র, রঙিন গুরুত্বপূর্ণ পাতা করেছেন—এইসব মিলিয়ে আমরা ‘কারুকথা এই সময়’-কে বেছে নিয়েছি। এবং বর্তমান সময়ে নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ লিটল ম্যাগাজিন।

আমাদের মোটামুটি ইচ্ছে এইরকম– প্রতিমাসে একটি লিটল ম্যাগাজিন বেছে নেব, সেই পত্রিকা থেকে নির্দিষ্ট কোনও গল্প বা প্রবন্ধ বা কবিতা বাছাই করে আমরা সেটি এই লিটল ম্যাগাজিন কর্নারে প্রকাশ করব। এবং এই সঙ্গে প্রতিমাসে লিটল ম্যাগাজিন সংক্রান্ত নানা খবরাখবর দেব– তা মেলা সংক্রান্ত হতে পারে; বইমেলায় লিটল ম্যাগাজিনের অবস্থান নিয়ে হতে পারে; বা কোনও নতুন কাগজ বেরোল, সেই প্রসঙ্গে হতে পারে; বা কোনও লিটল ম্যাগাজিনের শতবর্ষ নিয়েও আলোচনা হতে পারে। যেমন আগামী বছর ‘কল্লোল’ পত্রিকার শতবর্ষ—এই নিয়ে আলোচনা হতে পারে। এরকম ভাবনা নিয়েই আমরা এই কাজটা করতে চলেছি।

সন্দীপ দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তর ও বিএড করে সিটি কলেজ স্কুলে শিক্ষকতা করে অবসর নিয়েছেন। ১৯৭৮ সালে তিনি লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *