জলের ভেতরে
ঘাসের দেবতা ঘুমোচ্ছেন

কালশিটে

মি সাঁকোয়

এইসব দেখতে দেখতেই
হঠাৎ পূর্বজন্ম এসে বিকেল খেয়ে নিল

লোকে বলেছিল: ও কিছু করবে না

এখন স্থায়ী এক সৌরমন্থরতা

পেশায় সাংবাদিক। গদ্যকার ও কবি হিসেবে পরিচিত। প্রথম বই 'গদ্যলেন'। লেখালেখির পাশাপাশি একাধিক বইয়ের অলঙ্করণের কাজেও ব্যস্ত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *