‘কারুকথা এইসময়’ তারুণ্যের জয়গান, সাহিত্য শিল্প সংস্কৃতির এক ব্যতিক্রমী উত্তর আধুনিক কর্মশালা যা মননকে ঋদ্ধ করে। সম্পাদক সুদর্শন সেনশর্মা। পত্রিকার জন্ম ২০০২ সালের বইমেলায়।
প্রাপ্তিস্থান: পাতিরাম, ইউ এন ধর, দে’জ পাবলিশিং (বাবুদা), ধর অ্যাকাডেমি, দাশগুপ্ত স্টল
দাম: ৩৫০ টাকা, বার্ষিক গ্রাহক চাঁদা: ৫০০ টাকা
লিটল ম্যাগের খোঁজখবর
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।