অনিলাভ চট্টোপাধ্যায় কর্মজীবন শুরু করেছিলেন ক্রীড়া সাংবাদিক হিসেবে। তারপর নিজেকে অনেকরকম কাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। হ্যাংলা হেঁসেল-এর মতো পত্রিকা প্রকাশ করেছেন, এগারো-এর মতো ছবিও বানিয়েছেন। তাঁর এই নানা রঙের কেরিয়ার এবং জীবনের কথা বললেন রূপা মজুমদারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। বাংলালাইভের প্রতিবেদন।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *