শীত মানেই আসর। সে যেমনই হোক! পিকনিকের আসর, ধোঁয়া ওঠা কফিকাপ ঘিরে আসর, ছাদের রোদে পা মেলে বড়ি দেওয়ার আসর, লেপের তলে ভূতের গপ্পের আসর!  তবে কিনা শীতসন্ধেয় যে আসর বলতেই আনমনে বাঙালির মাথা দুলে ওঠে তবলার তিরকিটে আর সমে এসে হাত ওঠে শূন্যে ঝাঁকি দিয়ে, তারা এখন ক্রমেই বিরল হচ্ছে শহরে। হিমের রাতে উচ্চাঙ্গ সঙ্গীতের সেই মেহফিল নিয়েই আমাদের এবারের সংখ্যা। আজ লিখছেন শ্রীদর্শিনী চক্রবর্তী।

শুভময় মিত্র আদতে ক্যামেরার লোক, কিন্তু ছবিও আঁকেন। লিখতে বললে একটু লেখেন। বয়স বৃদ্ধির সঙ্গে অনেকরকম খামখেয়ালিপনায় সময় নষ্ট করে মূল কাজে গাফিলতির অভিযোগে দুষ্ট হন। বাড়িতে ওয়াইন তৈরি করা, মিনিয়েচার রেলগাড়ি নিয়ে খেলা করা, বিজাতীয় খাদ্য নিয়ে পরীক্ষানিরীক্ষা করা ওঁর বাতিক। একদা পাহাড়ে, সমুদ্রে, যত্রতত্র ঘুরে বেড়াতেন। এখন দৌড় বোলপুর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *