বিয়ে বলে কথা! আনন্দে আত্মহারা হয়ে এমন কাণ্ড করে বসলেন নবদম্পতি, যে শেষমেশ শ্রীঘরদর্শন করতে হল তাঁদের! পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে জামিন পান দুজনেই। 

ঘটনাস্থল নাগাল্যান্ডের ডিমাপুর শহর। বরের নাম বোহোতো কিবা। কী করেছিলেন কিবা? বিয়ের সন্ধেয় বিয়ের পোশাকে হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে ছবি তুলে ফেলেছিলেন নবদম্পতি। সেখানেই শেষ নয়। সগর্বে সেই ছবি পোস্টিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়! 

ব্যাস। আর যায় কোথায়? মুহূর্তে ভাইরাল রাইফেলধারী দম্পতি। এবং সেই ছবি দেখামাত্র পুলিশি সক্রিয়তা চালু! দম্পতির বিরুদ্ধে সুয়ো মোটো মামলা রুজু করে তৎক্ষণাৎ তাঁদের গ্রেফতার করা হয়। অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘনের আইনকে কাঁচকলা দেখিয়ে বিনা অনুমতিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন। পুলিশের দাবি, বোহোতোর বাবা কিলো কিলোনসার নাগাল্যান্ডের নামকরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (NSCN-NK)-এর বহুদিনকার সদস্য। সেই সূত্রেই অ্যাসল্ট রাইফেল হাতে পেয়েছেন দম্পতি।

লিখতে শিখেই লুক থ্রু! লিখতে লিখতেই বড় হওয়া। লিখতে লিখতেই বুড়ো। গান ভালবেসে গান আর ত্বকের যত্ন মোটে নিতে পারেন না। আলুভাতে আর ডেভিলড ক্র্যাব বাঁচার রসদ। বাংলা বই, বাংলা গান আর মিঠাপাত্তি পান ছাড়া জীবন আলুনিসম বোধ হয়। ঝর্ণাকলম, ফ্রিজ ম্যাগনেট আর বেডস্যুইচ – এ তিনের লোভ ভয়ঙ্কর!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *