তোমার ব্যক্তিগত শোকের পাশে
নামিয়ে রেখেছি আমার কলম
সন্তপ্ত ক্রমশঃ দুঃখ কাটিয়ে উঠে
ছেড়ে ফেলা কর্তব্যের পোশাক
ফের পরে নিয়ে
ডুবে যায় দৈনন্দিনতার জারিত আরকে
ভুলে থাকা স্মৃতির সাময়িক ঝাপট
ফিকে হয়ে আসে
কচুরিপানার মতো সব পুরনো গল্প
আবার দুপাশ থেকে সরে এসে
ভরিয়ে দেয় মজে যাওয়া বোধের পুকুর
আমি শুধু টুপ করে ঢিল ছুঁড়ি
তোমার মনেপড়াগুলো বুড়বুড়ি কাটে
এরকম কষা উদাসীনতায় সপ্তাহ, মাস

বৎসরান্তে পরিযায়ী শোক ফিরে ফিরে আসে
ডাঁটো হয়ে ওঠে দুঃখবোধ
আমাদের শোকের মহড়ায় অনিবার্য
হয়ে পড়ে
দুচামচ সমবেদনার গুঁড়ো।

উত্তেজনা আজকাল চশমা খোলায় বৈকি!

 

*ছবি সৌজন্য: Pixabay

অন্তরার জন্ম ১৯৮১-তে, বর্ধমানের পালসিট গ্রামে। রাজ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়র স্নাতোকোত্তর, বর্তমানে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষিকা হিসাবে স্কুলে কর্মরত। কবিতাজ্বরের শুরু শৈশবেই। পরবর্তীতে 'আলোবাতাস', 'কয়লাকুঠি' 'শ্রুতিবাক' 'অংশুমালী' 'প্রথম আলো','রোদরঙ' 'তাঁতঘর' 'আনন্দমুখর', 'সংবাদ প্রভাতী' 'ইসক্রা' 'পৃথ্বী' প্রভৃতি অনেক পত্রপত্রিকায় কালক্রমে প্রকাশিত হয়েছে কবিতা, গদ্য, অণুগল্প, ছোটগল্প। প্রথম কাব্যগ্রন্থ 'শিকড়ে শিকড়ে অস্তিত্বসুখ' প্রকাশিত হয়েছে আলোবাতাস প্রকাশনা থেকে ২০১৮ সালে। কুমুদরঞ্জন মল্লিক সম্মান পেয়েছেন ২০২০ সালে। শখ বই পড়া, গান শোনা আর ছবি তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *